|
Date: 2023-02-23 05:58:55 |
নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী ) নোয়াখালীর সুধারাম মডেল থানার এসআই (নিরস্ত্র) আবদুল্লা আল রিয়াদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন স্পেশাল-১২ ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় সিএনজি যোগে টহল ডিউটি করাকালীন ২২/০২/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ৮.১৫ মিনিটের সময় ২নং দাদপুর ইউপিস্থ ১নং ওয়ার্ডের দামোদরপুর সাকিনস্থ বালির বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে আসামী মোঃ জাবেদ (২৪) এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিএনজি থামানো মাত্রই আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালাইয়া যাওয়ার চেষ্টা করিলে এসআই আবদুল্লা আল রিয়াদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাকে আটক করে।
আটককৃত আসামীর শরীর তল্লাশীকালে আসামীর পরিহিত জিন্স প্যান্টের পিছনের অংশের কোমরে গোঁজানো অবস্থায় একটি এল জি এবল এল জির ভিতর লোড করা ০১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর ডাকাতি,চুরি সহ ০৫ টি মামলা রয়েছে। উক্ত বিষয়ে সুধারাম মডেল থানার মামলা নং-৩৭,তারিখ-২৩/০২/২০২৩খ্রিঃ মামলা রজু করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, ধৃত আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
© Deshchitro 2024