|
Date: 2023-02-21 10:01:38 |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (২২ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা-২০২৩।
এ উপলক্ষে সকাল ১০টায় আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং অতিথি হিসাবে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন।
খেলার ফিকশ্চার:
বুধবার উদ্বোধনী দিন সকাল ১০টায় রোভার স্কাউট বনাম বিএনসিসি, সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিবর্তন বনাম বৃত্ত,সকাল ১১টায় বন্ধু বনাম অনুপ্রাস এবং সকাল ১১টা ৩০ মিনিটে রোটারেন্ট ক্লাব বনাম গবেষণা সংসদ সংগঠনসমুহের খেলা অনুষ্ঠিত হবে।
দুপুর ২টায় সায়েন্স ক্লাব বনাম প্রথম আলো বন্ধু সভা,দুপুর ২টা ৩০ মনিটে প্লাটফর্ম বনাম শাখা ছাত্রলীগের খেলা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সংগঠন ছায়া জাতিসংঘ বনাম ইএলডিসি এবং ৩টা ৩০ মিনিটে ডিবেটিং সোসাইটি বনাম থিয়েটারের খেলা অনুষ্ঠিত হবে। এভাবে মোট ১৬টি সংগঠন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে।
কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে ৮টি বিজয়ী সংগঠন এবং পরবর্তীতে সেমিফাইনালে অংশগ্রহণ করবে ৪টি বিজয়ী সংগঠন। ফাইনালে অংশগ্রহন করবে মোট ২টি বিজয়ী সংগঠন।
সংগঠন সমূহের নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য শেষে সন্ধ্যা ৮টায় শুরু হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
চ্যাম্পিয়ন ও রানারআপের ট্রফির পাশাপাশি অংশগ্রহণকারী সংগঠনসমূহের জন্য থাকবে স্মারক ক্রেস্ট।
এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও মিলনমেলার আয়োজন করতে যাচ্ছি। মূলত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক- সকল সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।
২২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই মিলনমেলা সফল করতে প্রেস ক্লাবের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
© Deshchitro 2024