দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি'র ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট আবু সুফিয়ানকে সভাপতি এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান ইবনে শাকিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 


কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ৮জন। তারা হলেন-রাখসাং মানকিন, জান্নাতুল ফেরদৌস এমি, দেবাশীষ দাস, আবু হানিফ মিয়া, এনায়েতুর রাব্বি, নজিবুল ইসলাম রাসেল, সোহানুর রহমান সোহান, এস, এম, আবুল কাশেম।


যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে ৭জন। তারা হলেন- এস.এম তৌকির আহমেদ, আব্দুল বাসিত,  সিদ্দিকুর রহমান সৈকত, আলী নূর ফেরদৌস অনিক, মেহেদী হাসান, ইলিয়াস কাঞ্চন ও সাজ্জাদ হোসেন পলাশ। 


সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৮জন। তারা হলেন-মিরাজ আকন, সাদ্দাম হোসেন বিজয়, মাহমুদুল হাসান রনি, আব্দুল্লাহ্ আল-আরীফ, সাইদুর রহমান সাহা,  ইব্রাহীম খলিল হাওলাদার, মো. নূর-ই-আলম, মো. মেহেদি হাসান।

এছাড়াও কমিটির সদস্য করা হয়েছে ১৯জন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024