জয়পুরহাটে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

চাকুরীর জন্য বিদেশে যেতে কেউ যেন প্রতারণার শিকার না হয় সে জন্য আরও জন সচেতনতা বাড়াতে হবে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

"থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় জয়পুরহাট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।  

সেমিনারে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী'র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  বগুড়ার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান। 

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক  ইমাম হাসিম, জয়পুরহাট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতাগণ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024