|
Date: 2022-08-17 09:19:20 |
◾ নিউজ ডেস্ক
চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের বেশ স্বস্তিই দিচ্ছে বলা যায়। গত সপ্তাহের টানা পতনের পর বর্তমান সপ্তাহ শুরুই হয় সূচকের উত্থান দিয়ে। আগামীকাল বৃহস্পতিবার বাজার বন্ধ থাকায় সপ্তাহের শেষ লেনদেন ছিল আজই। তাই উত্থান দিয়ে সপ্তাহ শেষ হল- তা বলাই যায়।
বুধবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের সঙ্গে টাকার অঙ্কেও বেড়েছে লেনদেন।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স আজ ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ পয়েন্টে।
সূচক বাড়ার দিন লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বুধবার ডিএসইতে ১ হাজার ১৫৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজারের উত্থানের দিন ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।
© Deshchitro 2024