জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে  ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদককারবারীকে গ্রেফতার করেছে। 


বুধবার (৮ ফেব্রুয়ারী ) বিকেল  ৫.১৫ ঘটিকার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম-বার এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর একটি চৌকস টিম ওসি ডিবি নোয়াখালীর তত্ত্বাবধানে বেগমগঞ্জ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এস.আই(নিঃ)/মোঃ সাঈদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার জি.ডি নং-১১২, তারিখ-০৮/০২/২০২৩খ্রিঃ মূলে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ০৭নং একলাশপুর ইউনিয়নের, ০৮নং ওয়ার্ড অনন্তপুর সাকিনে নুর ইসলামের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ ভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারী অবস্থান করিলে ডিবি কর্তৃক ধৃত আসামী ০১। মোঃ বেলাল হোসেন প্রঃ সবুজ (৩৬), পিতা-মৃত শাহজাহান, মাতা-মোছা:-আছিয়া বেগম, সাং-অনন্তপুর, (খালেক মিয়ার বাড়ী), ০৮নং ওয়ার্ড, ০৭নং একলাশপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীর হেফাজত হইতে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে । 


ধৃত আসামী‘কে জিজ্ঞাসাবাদে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন আহমেদ জানান যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দেশের বিভিন্ন অঞ্চল হইতে কমমূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয় করাসহ লোকচক্ষুর অন্তরালে গা ডাকা দিয়ে অবৈধ ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছেন। 

বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা রুজু  প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024