শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলার আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সাথে আদিবাসী নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বুধবার কারিতাস আলোক-৩ এর সহায়তায় জেলা প্রশাসক এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আদিবাসী জনগণের পক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন শ্রীবরদী উপজেলা শাখার চেয়ারম্যান প্রঞ্জল এম সাংমা, ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান মি. নবেশ খকশী, শেরপুর সদর উপজেলা শাখার চেয়ারম্যান ডেনিস দুলাল মারাক, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য, শ্রীবরদী এলএমসি কমিটির সভাপতি ব্রতীন ম্রং, ঝিনাইগাতী সিবিএএনসি কমিটির সভাপতি চিন্তা হরণ হাজং, কারিতাসের প্রতিনিধি অতুল ম্রংসহ আদিবাসী ও কারিতাসের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে আদিবাসী নেতারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024