|
Date: 2022-08-16 17:10:35 |
◾ কোরান পড়ো ◾
মোহাম্মদ ইলিয়াছ
নিত্য ভোরে কোরান পাঠে
তৃপ্তি মিটে মনে
কোরান যেন দীপ্তি নিয়ে
জাগায় প্রতিক্ষণে।
কোরান যেন আলোক শিখা
যার মাঝে নেই সে-ই তো ভিখা
জীবন আঁধার কালো
ঘরে ঘরে কোরান পড়ো
সত্য-ন্যায়ের জীবন গড়ো
দিন যাবে খুব ভালো।
কোরান যদি বিবেকজুড়ে
খুঁজতে থাকো খুঁড়ে খুঁড়ে
পাবে পথের দিশা
আঁধার কবর আলো হবে
সম্মানিত থাকবে ভবে
ঘুচবে অমানিশা।
থাকলে দ্বিধা মনের মাঝে
সুখ থাকেনা কোনো কাজে
জীবন সর্বনাশা
বিবেকবোধের চূড়ায় থেকে
কোরানটা তাই সাথে রেখে
পুরাই মনের আশা।
© Deshchitro 2024