মা

• লেখক প্রণব মন্ডল

•••••


কোন সে মায়ার শীতল ছায়া 

আপন করে জড়িয়ে রাখে বুকে ।

কোন সে মায়ার পরশ মেখে ।

 রাখে ভালোবাসার চাদর দিয়ে ঢেকে ।

মা যে আমার মা


জগৎ জোড়া খুজে বেড়াও

পাবে না কো কোথাও ।

মা যে আমার মা

শিখিয়ে ছিল কথা বলা 

দেখিয়ে ছিল পথ ।

আপন জীবন তুচ্ছ করে।

ন্যায় যে গোড়ে আমার ভবিষ্যত ।

মা যে আমার মা ।


ঝড় ঝঞ্ঝা তুফান আসুক ।

আসুক নেমে আধার 

মায়ের কোলে ছায়াতলে ।

হবো সকল বাধা পার ।

মা যে আমার মা ।

হাতটি ধরে শিখিয়ে ছিল  

এমন করে হাটবি সোনা মানিক ।

ফুলে মতোই ছড়িয়ে হাসি ।

বলে ছিলাম বেশ ।

মা গো তোমার আচল তলে ।

 সুখ শান্তির লেশ ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024