|
Date: 2023-02-04 15:15:04 |
"সাফল্যের উচ্ছ্বাসে ম্যানেজম্যান্ট পঞ্চাশে"- প্রতিপাদ্যকে সামনে রেখে (চবি) (০৪-ফেব্রুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উৎযাপন করছে।
পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে চবি(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ম্যানেজমেন্ট বিভাগ। সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিক যাত্রা। র্যালিতে ম্যানেজমেন্ট বিভাগের ১ম ব্যাচ শুরু করে সর্বশেষ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ব্যাচভিত্তিক ফটোসেশান, ক্রমান্বয়ে ১ম থেকে শুরু করে সর্বশেষ ব্যাচ পর্যন্ত ফটোসেশান পর্বে অংশগ্রহণ করেন। বেলা ১১ টায় বেলুন উড়িয়ে মূল পর্বের উদ্বোধন ঘোষণা করেন। সুবর্ণজয়ন্তী উৎসবের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার।
© Deshchitro 2024