ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম, হাফিজ উদ্দিন আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মোট ১২৮টি কেন্দ্রে ৯৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ(লাঙ্গল)। নিকটতম প্রতিদ্বন্দ্বী  একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) ভোট পেয়েছেন ৫০ হাজার ৩০৯টি। ঠাকুরগাঁও

জেলা নির্বাচন অফিসে তথ্য মতে, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ভোট শুরু হয়, চলে বিকাল সাড়ে ৪ পর্যন্ত। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024