|
Date: 2023-01-29 13:14:23 |
◾ফিরে যাই◾
• ম ম মোস্তাকিম বিল্লাহ
---
আবার ফিরে যাই
মারামারি, ডেইলি রুটিন-
পড়ালেখায় ফাঁকি
ঘুমোই ক্লাস জুড়ে, বেঞ্চে যা তা ছবি আকিঁ।
স্কুল পালিয়ে মাঠে-মাঠে খেলা
ছিড়ছি বই খাতা জামা জুতো
স্যারের বেতের বাড়ির ভয়-
স্কুলে যাবো না শরীর খারাপ ভীষণ ছুতো।
গলায় গলায় ভাব বন্ধু আমাদের
টিফিন চুরি খাই, নেই ভয়-
জাতীয় সঙ্গীতে মুখ নাড়িয়ে
বৃষ্টিতে ভিজি,পড়ি তুলি তারে দুহাত বাড়িয়ে।
বিকেলের সেই ডাক কেউ ডাকে না
ব্যাথা পাওয়া লুকিয়ে - মা আর বকে না-
বয়সটা এগিয়ে ফুরিয়ে গেছে সোনালী বেলা
জীবনের প্রয়োজনে যে যার মতো আমি একলা!
আর বড় হবো না
ছোট হতে চাই
আমাদের সেই দিন গেছে
চলো, শৈশবে আবার ফিরে যাই!!
© Deshchitro 2024