শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জানুয়ারী সোমবার সন্ধ্যায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মৃত সৈয়দ শাহ’র ছেলে শেখ ফরিদ (৪৮) ও মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোবারক হোসেন (৩০)।


থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ মনিরুল আলম ভূইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান ও এএসআই রাফেল চাম্বুগং সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় তিনানী বাজার থেকে ২৫০ গ্রাম গাজা সহ তাদেরকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর মঙ্গলবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024