শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করার অপরাধে উজ্জল (৪৫) নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ জানুয়ারি সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। উজ্জল কসাই উপজেলার সদর ইউনিয়নের কসাইপাড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উজ্জল কসাই একটি অসুস্থ গরু ক্রয় করে ঝিনাইগাতী বাজারে মাংস বিক্রির উদ্দেশে তার নিজ বাড়ীতে জবাই করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর ও ঝিনাইগাতী থানার এসআই ফরহাদ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে কসাই উজ্জলকে অসুস্থ গরু জবাই করার অপরাধে ৫ হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করাসহ গরুটি মাটিতে পুঁতে রাখা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এসময় বলেন, ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে কেউ লিপ্ত হলে তাকে জেল হাজতে পাঠানো হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024