|
Date: 2023-01-22 12:00:11 |
“পাশে আছি সবসময়” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, শেরপুর জেলা পুলিশের আয়োজনে ২২ জানুয়ারি রবিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের বেদেপল্লীতে শীতার্ত বেদেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে ও এএসআই আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে ঝিনাইগাতী কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্লাহ আনোয়ার, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, বেদে সম্প্রদায়ের মাসুদ, রুবেলসহ পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় ৫০টি বেদে সম্প্রদায়ের পরিবারকে শতাধিক কম্বল প্রদান করা হয়।
© Deshchitro 2024