উৎসব মূখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতীতে লয়খা দক্ষিণপাড়া শেখ রাসেল যুব উন্নয়ন ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারী শুক্রবার রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের লয়খা দক্ষিণপাড়া গ্রামে নব গঠিত শেখ রাসেল যুব উন্নয়ন ক্লাবটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক ভাবে ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। গোপাল খিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জমশেদ আলী ভট্টুর সভাপতিত্বে ও শেখ রাসেল যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়া, লয়খা দক্ষিণপাড়া শেখ রাসেল যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ আজাহার আলী, স্থানীয় ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানেস আলী, গরজরিপা ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান, স্থানীয় ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024