|
Date: 2025-11-17 10:26:02 |
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বড়লেখা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের একাংশের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শুভ, জাকারিয়া, আবু হাসনাত, ইমম, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুর রহমান, সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহান আহমদ, পৌর ছাত্রদল নেতা হিমেল, রাশেদ, টেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা আফজল, শাহাদত হোসেন, অপু, মোহাম্মাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল নেতা আসিফ আহমদ, মাহফুজ আহমদ, আনোয়ার হোসেন, আলামিন প্রমুখ অর্ধশতাধিক ছাত্রদল নেতা-কর্মী।
সভায় নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দল আমাকে মৌলভীবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করেছে। এখন আমাদের সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ঐক্যই আমাদের মূল শক্তি।
© Deshchitro 2024