রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন পীরগাছার সন্তান শাহ আলম বাসার। এরই মধ্যে তিনি পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রচারণাকালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যিনি স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবেন। তখন যে দলে ক্ষমতায় থাকুক না কেন, তার যদি মনের আগ্রহ থাকে, আমি উন্নয়ন করব তাহলে উন্নয়ন করা সম্ভব হবে। স্বতন্ত্র থেকেও উন্নয়ন করা সম্ভব। 

তিনি আরও বলেন, আমি কখনো নিজের কথা ভাবিনি। যতটুকু সম্ভব মানুষের পাশে থেকেছি, সাহায্য-সহযোগিতা করেছি। কেউ বলতে পারবেনা আমার কাছে গিয়ে সহযোগিতা না পেয়ে ফিরে গেছে। আমাকে কেউ ভোট না দিতে পারে-কিন্তু আমি খারাপ এমন কথা কেউ বলতে পারবে না। যদি পীরগাছা-কাউনিয়া ভোটারা যদি সঠিক ব্যক্তিকে চিন্তা করে এবং নির্ধারণ করে, তারা যদি মনে করে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আর কোন রাজনীতি দলকে নির্বাচিত করতে চাইনা, স্বতন্ত্রকে দেখতে চাই। তাহলে আমি নির্বাচিত হবো-ইনশাআল্লাহ।

শাহ আলম বাসার বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে ব্রিজ, কালভার্ট বা স্বাধীনতার পর যেসব এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি নির্বাচন চলাকালীন সেসব এলাকা দেখব। পাশাপাশি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভূক্ত হয়নি, আমি যদি ক্ষমতায় যাই তাহলে দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের একযোগে এমপিওভূক্ত করব। কারণ অনেক শিক্ষক আছেন এখনো শিক্ষকতা করে যাচ্ছেন, অতিকষ্টে জীবনযাপন করছেন, তারা কোনো বেতন পাচ্ছেনা। 

গণভোট সম্পর্কে তিনি বলেন, গণভোট হবে তবে আজই হতে হবে, এমন নয়! গণভোটের জন্য নির্বাচন পেছানো ঠিক হবে না। আমি চাই সঠিক সময়ে নির্বাচন হউক।

শাহ আলম বাসার উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সরদার গ্রামের বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ফজর আলীর ছেলে। তিনি কাউনিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগমের ভাই। সাবেক গ্রামীণ ব্যাংক এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য এবং অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ সালের ছাত্র ছিলেন।   

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024