লাখাই প্রেস ক্লাব সভাপতির ৫৪তম জন্মদিন উদযাপন। লাখাই প্রেস ক্লাবের সভাপতি ও হবিগঞ্জ বারের আইনজীবী এডভোকেট আলী নোয়াজ এর ৫৪তম জন্মদিন রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলার বুল্লা বাজারস্থ লাখাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় সভাপতি এডভোকেট আলী নোয়াজকে সাথে নিয়ে কেক কাটেন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। কেক কাটা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এডভোকেট আলী নোয়াজ শুধু একজন সফল আইনজীবী বা সাংবাদিক নেতাই নন, তিনি লাখাইয়ের সাংবাদিক সমাজের জন্য একজন ছায়া ও অভিভাবক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, আইনি পরামর্শ এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা লাখাই প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত করেছে। উপস্থিত সকল সাংবাদিকরা সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন। এ সময় জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এডভোকেট আলী নোয়াজ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের এই ভালোবাসা তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং তিনি ভবিষ্যতেও সাংবাদিকতা ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024