|
Date: 2025-11-16 19:05:43 |
শার্শায় মাদককারবারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক মামলার আসামীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।আহত কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে অভিযান কালে শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার গ্রেফতার পরওনা ভুক্ত এক আসামীকে ধরতে শার্শা থানার একটি টিম গভীর রাতে বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ অভিযুক্ত রুবেলকে ধরলে সে কনস্টেবল আবুল হোসেনকে ছুরিকাঘাতকরে পালিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলীম জান্ন, রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে।রুবেলকে আটকের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্য বর্তমানে সুস্থ্য আছেন।
© Deshchitro 2024