|
Date: 2025-11-11 21:39:52 |
জামালপুরের ইসলামপুরে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে কেন্দ্রের ঘোষিত দলীয় মনোনয়নপ্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় করার অঙ্গীকার করেছেন উপস্থিত নেতা-কর্মীরা।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু শেখ এবং সদস্য সচিব শামীম আহম্মেদ।
বক্তারা ঐক্যবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় করতে হবে। এক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বটতলা চত্বরে সমাবেশ করেন আয়োজকেরা।
© Deshchitro 2024