মৌলভীবাজারের রাজনগর উপজেলায় 'তরুণ প্রজন্মের দিশারী' নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় রাজনগরের জামিউল উলূম বছিরমহল মাদরাসা মাঠে আল গফুর ছাত্র সংসদের বুকস্টলে একঝাঁক আলেমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিউল উলূম বছরমহল মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা এমদাদুল হক তালুকদার, সিলেটের কাতিব মিডিয়ার স্বত্তাধিকারী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইনাম বিন সিদ্দিকী, খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, রমজানের পরশ রিয়েলিটি শো'র পরিচালক মাওলানা শাহ আনহারুল ইসলাম, জামিউল উলুমের শিক্ষক মুফতি আতাউর রহমান, জামেয়া গহরপুর সিলেটের শিক্ষক মাওলানা হিফজুর রহমান হাম্মাদ, জামেয়া শামীমাবাদ সিলেটের শিক্ষক মুফতি আবু সুফিয়ান নাসিম, দারুন নাজাত কওমী মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ, রুপসপুর লুৎফিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আবু তাহের প্রমুখ।

আকাবিরদের জীবন থেকে চয়নকৃত শিক্ষামূলক অনন্য রত্ন সম্বলিত গ্রন্থটি সংকলন করেছেন রাজনগর জামিউল উলূম বছরমহল মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গল।

গ্রন্থের সংকলক শ্রীমঙ্গলের সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজাহিরুল হক (রহ.) এর দ্বিতীয় পুত্র। এনামুল হক নোমান ২০০৩ সালে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসিমুল উলুম হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (এমএ) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। প্রায় দুই যুগ ধরে তিনি কওমি মাদরাসায় মুদাররিস হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।


গ্রন্থের মোড়ক অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশিষ্ট সংগঠন ও শিক্ষক মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী সংকলিত 'তরুণ প্রজন্মের দিশারী' গ্রন্থটি সময়ের বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ। সালাফদের নক্বশে কদম ছাড়া খালাফদের পথচলা খুবই কঠিন। পথের বাঁকে বাঁকে ফিতনার জাল বিছানো। আকাবিরদের দেখানো পথই তরুণদের উজ্জ্বল দিশারী। এসময় উপস্থিত সকলেই গ্রন্থটির ব্যপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন।

অনুষ্ঠানে গ্রন্থের সংকলক মাওলানা এনামুল হক নোমান উপস্থিত অতিথিবৃন্দের হাতে অটোগ্রাফসহ বইটি তুলে দেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024