বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন- ২০২৫ অগ্রগতি মূল্যায়নে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে  উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।সভায় ফখরুল ইসলাম মৃধা জানান গত ১২ অক্টোবর - ২০২৫ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে ১৩ নভেম্বর -২০২৫ পর্যন্ত চলবে।বানারীপাড়া উপজেলায় মোট ৪৬ হাজার ২৪৮ জন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু টাইফয়েড টিকা গ্রহনের জন্য অনলাইনে আবেদন করেছে।তিনি আরো জানান টাইফয়েড টিকা নেওয়া প্রত্যেক শিশুর জন্য গুরুত্বপূর্ণ।এ টিকা নেয়া শিশুরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়া থেকে কম ঝুঁকিতে থাকবে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সহ
কারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব,উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024