বিসিএস কৃষি ক্যাডারের সদস্য ও শেরপুরের নকলা উপজেলা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর বর্বরোচিত শারীরিক আক্রমণের প্রতিবাদে সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় কৃষি কর্মকর্তারা এক ঘণ্টা কলম বিরতি পালন করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা বুশরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মুকিত বিন লিয়াকত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ ও আব্দুল লতিফ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান কৃষি কর্মকর্তারা। 

উল্লেখ্য, শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব ধুকুড়িয়া গ্রামের রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল নেতা ফজলুল হক। পরে আহত ওই কৃষি কর্মকর্তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু আজো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024