|
Date: 2025-11-11 17:15:30 |
জামালপুরের ইসলামপুর যুবলীগের পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত গভীর রাতে পৌর শহরের মোজাজাল্লা এলাকায নিজ বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ইসলামপুর-থানা পুলিশ। শফিকুল ইসলামকে ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
গতকাল মঙ্গলবার ইসলামপুর থানার দায়ের করা বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায়গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ নেতা শফিকুল ইসলামাে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ইউনিয়নের সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা শফিকুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা শফিকুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।'
© Deshchitro 2024