|
Date: 2025-11-04 18:41:06 |
চট্টগ্রাম-১৬ বাশঁখালী আসন থেকে মনোনয়ন না পাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও রেডক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন লেখেন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা, আনুগত্য রেখে "জাতীয়তাবাদের পতাকা হাতে" এগিয়ে যাবো।
তিনি লেখেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আমার ৪৭ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে দল থেকে যা পাওয়ার পেয়েছি _ আলহামদুলিল্লাহ।
আমার নীতি ও আদর্শের দিশারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাটি, মানুষ, দেশ ও জাতির প্রতি ভালোবাসা বুকে ধারণ করে আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা, আনুগত্য রেখে "জাতীয়তাবাদের পতাকা হাতে" আমি আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। আল্লাহ-ই উত্তম ফয়সালাকারী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে মনোনয়ন প্রত্যাশী কে এই অ্যাডভোকেট ইফতেখার মহসিন?
অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে টানা দুই মেয়াদে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ন আহবায়ক সহ ওয়ার্ড, কলেজ, থানা ছাত্রদল ও বিএনপির নানা পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সদস্য।
এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন পেশায় একজন আইনজীবী। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ছাত্র জীবনে তিনি কেন্দ্রীয় সংসদের দুই মেয়াদে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও নব্বইয়ের গণঅভ্যুত্থানে ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১/১১ দু :সময়ে দলের হয়ে কাজ করেছেন প্রতিনিয়ত, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে দলের প্রতিটি কর্মসূচিতে ছিলেন সক্রিয় ভুমিকায়। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বীরদর্পে সমর্থন জানিয়ে প্রথম থেকেই ২৪-এর গণঅভ্যুত্থানেও রাজপথের সক্রিয় যোদ্ধার ভুমিকায় ছিলেন অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন ইফতেখার মহসিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ সফরকালে সফরসঙ্গী হওয়ার সৌভাগ্যও লাভ করেছিলেন তিনি।
রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, মানবিক, ক্রীড়া ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ২১ সদস্য নবগঠিত এডহক কমিটির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি।
© Deshchitro 2024