‎উত্তরণ সংস্থার  ফুলগাজী উপজেলায় প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা  ৪ঠা নভেম্বর ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নে ২০২৫ শের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০০ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ কার্যক্রম পরিচালনা শেষে প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা ফুলগাজী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রকল্পের সমন্বয়কারী হাসিনা পারভীনের সভাপতিত্বে লেসন লার্ণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাহরিয়া ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-ফুলগাজী সদর ইউনিয়ন এবং উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- মুন্সিরহাট ইউনিয়ন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মোয়াজ্জেম হোসাইন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা- দরবারপুর ইউনিয়ন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মাসুদুল হক। আরও উপস্থিত ছিলেন, স্ব স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এর মোঃ মোস্তাফিজুর রহমান - প্রজেক্ট অফিসার। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফুলগাজী সদর,মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, উপকারভোগী, সাংবাদিক এবং উত্তরণ এর প্রকল্প স্টাফগণ।
‎লেসন লার্ণ কর্মশালায় প্রকল্পের সবলদিক, চ্যালেঞ্জ, লার্ণিং এবং মতামত নিয়ে দলীয় আলোচনা হয় এবং দলীয় আলোচনার মাধ্যমে যা উঠে আসে তাহলো: এই প্রকল্পের মাধ্যমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ক্রাইটেরিয়া অনুসরণ করে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং তাদের মাঝে শর্তহীন নগদ ৬০০০/- টাকা এবং হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। যা খুবই স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয়েছে এবং প্রশংসার দাবী রাখে। এছাড়াও উপস্থিত উপকারভোগীরা জানান এই টাকা দিয়ে তারা অনেকে ছাগল ও হাঁস-মুরগী কিনেছেন, বাঁশ কিনে বাঁশের ঝুড়ি তৈরী করে তা বিক্রি করে সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ দিয়েছেন, খাবার কিনেছেন, ঔষধ কিনেছেন ইত্যাদি। তারা টাকা এবং হাইজিন কিটস পেয়ে খুবই খুশি। এছাড়াও উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাঁর বক্তব্যে বলেন উত্তরণ এবং সেভ দ্য চিলড্রেন স্বচ্ছতার সাথে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করেছে যা খুবই প্রশংসনীয়। তিনি উত্তরণ, সেভ দ্য চিলড্রেন এবং দাতা সংস্থা সিডাকে প্রকল্পের কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন দলীয় কাজের মাধ্যমে যে মতামত এসেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যা এই এলাকার মানুষের জন্য সহযোগি হবে। তবে পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে এই এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, ট্রেনিং এবং আইটি সাপোর্টের ব্যবস্থা করলে এই এলাকার জন্য খুবই উপকার হবে। তিনি উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024