|
Date: 2025-10-24 20:51:48 |
সাতক্ষীরার কুখ্যাত ‘মাদক সম্রাট’ খ্যাত ইসমাইল হোসেন অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ও আশপাশের এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল এই ইসমাইল। বহুদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে গেলেও এবার আর রক্ষা হয়নি।
ইসমাইল হোসেন (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার মিরগীডাঙ্গা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। এলাকায় সে পরিচিত ‘ইসমাইল সম্রাট’ নামে। তার বিরুদ্ধে দীর্ঘদিনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ছিল—মামলা নং ৪৪, তারিখ ২৩/০১/২০১৮; জি.আর নং ৪৪/১৮; ধারা ১৯(১) এর ৯(খ) অনুযায়ী যার গ্রেফতারি পরোয়ানা বহাল ছিল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগত রাতে সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মিরগীডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বহু বছর ধরে ইসমাইল সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সম্প্রতি গ্রেপ্তার এড়াতে ও নিজেকে নিরাপদ রাখতে সে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা শুরু করে। জেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেকে দলের নেতা বা কর্মী হিসেবে প্রচার করতে থাকে।
স্থানীয়দের অভিযোগ, এসব ছবি ও ‘রাজনৈতিক পরিচয়’ ব্যবহার করে ইসমাইল প্রশাসনের চোখে ধোঁকা দেওয়ার পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। উদ্দেশ্য ছিল, মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া এবং পুরনো মামলার হাত থেকে রেহাই পাওয়া।
বিএনপির কয়েকজন স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসমাইলের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অর্থ ও প্রভাব খাটিয়ে দলের ভেতর প্রবেশের চেষ্টা করছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, তার গ্রেপ্তারের খবরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, কুশখালী ও আশপাশের ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের ধারণা, ইসমাইলের গ্রেপ্তার মাদকচক্র দুর্বল করবে এবং এলাকায় কিছুটা হলেও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেন বলেন, তার বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ইসমাইল একজন পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024