|
Date: 2025-10-24 20:34:09 |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল ইসলাম রনি জনসংযোগ শুরু করেছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে। সভা-সমাবেশ, উঠান বৈঠক, পোস্টার আর বিলবোর্ডের মাধ্যমে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরছেন ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল ইসলাম রনি।
নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-১ আসন। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২৫৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ৯০৭ জন। তৃতীয় লিঙ্গের তিনজন।
ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল ইসলাম রনি বলেন, 'জনসংযোগকালে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। নির্বাচিত হলে নদীভাঙন রোধ, কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব।'
© Deshchitro 2024