গাজীপুরের টঙ্গীতে মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাঁকে অপরহণ ও নির্যাতনের শিকার হওয়ায় সংগঠনটির নিষিদ্ধের দাবি জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।


আজ শুক্রবার (২৪শে অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ঘুরে গোল চত্বরে শেষ হয়। এ সময় তারা নারায়ে তাকবরী, "আল্লাহু আকবার", "একটা একটা ইসকন ধর,ধইরা ধইরা জেলে ভর", "ইস্কনের আস্তানা,এই ক্যাম্পাসে হবে না"সহ নানা স্লোগান দেন।


মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গাজীপুরের টঙ্গীর এক মসজিদের ইমামকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন সেখানে কী করছিল এবং নিরাপত্তা বিধান কোথায় ছিল—এগুলোর প্রতিটি দিক ব্যাখ্যা দাবি করে। তাছাড়া, অ্যাডভোকেট সাইফুল ইসলামের ওপর যে বর্বর হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা ভুলিনি; কিভাবে সেই সন্ত্রাসী আচরণ চলতে দিলো, সে সম্পর্কে স্পষ্ট জবাব প্রয়োজন। প্রশাসন যদি চীনময়ী ঘটনার মতো অব্যবস্থাপনায় শিথিলতা প্রদর্শন করে, তাহলে জনগণের মধ্যে গভীর অসম্পূর্ণতা ও অসন্তোষ বাড়বে। আমরা শান্তি ও নিরাপত্তা চাই—তাই দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানাই। যদি নিরুৎসাহ বা সমাধান না দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে আরও শক্ত গণপ্রতিবাদ দেখা দিতে পারে।"


এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024