বেনাপোলে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে শুক্রবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম সহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “আগামী নির্বাচনে বেনাপোল পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর বিপুল ভোটে জয় নিশ্চিত করতে হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “সব অভিমান ও বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের কোনো বিকল্প নেই।” সাবেক সংসদ সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন ধানের শীষ প্রতীক যিনি আনবেন আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে বিজয়ী করে জনাব তারেক রহমানকে উপহার দিবো।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024