|
Date: 2025-10-24 14:56:06 |
সাতক্ষীরা সদরের আলিপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযানে ঢাকাগামী ইমাদ পরিবহন থেকে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে।
আটক যুবকের নাম ইয়াকুব হোসেন (২৫)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চালতেবাড়ীয়া গ্রামের ফজর আলীর ছেলে।
বুধবার (২২ অক্টোবর) রাতের দিকে ডিবি পুলিশের এসআই মোঃ হেমায়েতুল হোসেনের নেতৃত্বে আলিপুর চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশির জন্য থামানো ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ফেন্সিডিলসহ ইয়াকুবকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, আটককৃত ইয়াকুবের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের প্রাথমিক ধারণা, ফেন্সিডিলগুলো ভারতে তৈরি এবং সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের পর রাজধানীতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
মাদকদ্রব্য উদ্ধারে এবং সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© Deshchitro 2024