|
Date: 2025-10-23 20:09:30 |
রংপুরের পীরগাছায় ‘উপজেলা দিবস’ উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পীরগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজুর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, ছাওলা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ শামছুদ্দোহা চঞ্চল, তাম্বুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মহির উদ্দিন, উপজেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব আরিফ মিয়া ও উপজেলা ছাত্রসমাজের সভাপতি ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার নয় ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি-সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ‘উপজেলা দিবসের’ আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে তার পক্ষে জোরালোভাবে কাজ চালিয়ে যেতে নেতাকর্মীদের জানানো হয়। জাতীয় পার্টি ছাড়া জাতীয় নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবেনা বলে বক্তারা বলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন তাম্বুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মহির উদ্দিন।
উল্লেখ্য যে, উপজেলা পদ্ধতি চালু করেন তৎকালীন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আনুষ্ঠানিকভাবে ১৯৮৩ সালে এইদিনে উপজেলা ব্যবস্থা কার্যকর হয়)। শুরুতে ৪৬০টি উপজেলায় এই ব্যবস্থা চালু করা হয়। তখন এগুলোকে “থানা” থেকে “উপজেলা” রূপান্তর করা হয়।
© Deshchitro 2024