|
Date: 2025-10-22 21:41:42 |
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর বেলা রাজধানীর মিরপুর বাঙলা কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের মধতে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুপুর ২ টার দিকে এ সংঘর্ষে জড়ায় দু'পক্ষ।
তবে এ সময় সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির ঘটনাস্থলের নিউজ সংগ্রহকালে হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়।
অভিযোগ তোলা হয়, ভিডিও ধারণের সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া তার ওপর হামলা চালান। হামলার সময় সাইফুল ইসলাম সাব্বিরের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। একই সময়ে ঘটনাস্থলে সাংবাদিক সমিতির অনান্য সদস্যরাও ছিলেন, ফলে তাদের সাথেও হাতাহাতির সৃষ্টি হয়। এছাড়াও আরো কিছু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়।
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য বলেন, “আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছিলাম। সাংবাদিকের ওপর এ ধরনের হামলা দুঃখজনক ও নিন্দনীয়।” পরবর্তীতে বাকসাস এ ঘটনার নিন্দা জানান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন৷
© Deshchitro 2024