|
Date: 2025-10-22 20:55:52 |
দেশবাসীর ব্যাপক জনসমর্থন অর্জনের লক্ষ্যে রংপুরের পীরগাছায় জাকের পার্টির জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে পীরগাছা সদর ইউনিয়ন সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, উপজেলা জাকের পার্টির সহসভাপতি ও রংপুর-৪ আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশি রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পীরগাছা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আনছার আলীর সহ আরও অনেকে।
বক্তারা বলেন, স্বাধীনতার সুফল, অর্থনৈতিক মুক্তি, ন্যায়বিচার, সাম্য-মৈত্রী, ভ্রাতৃত্ব, ঐক্য, মানবাধিকার প্রতিষ্ঠাসহ সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হিসেবে সোনার বাংলাদেশ বিনির্মাণে সারাদেশে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় পীরগাছার নেতাকর্মীকে উজ্জীবিত ও জনসমর্থন বাড়াতে এ আয়োজন। জাকের পার্টি এমন একটি দল যে দলে কোন অনিয়ম নেই, দুর্নীতি নেই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-হামলা নেই। জাকের পার্টি একটি কলঙ্কমুক্ত দল।
© Deshchitro 2024