|
Date: 2025-10-22 20:15:50 |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়েছে।
বুধবার ১৫ অক্টোবর বিকেল ৪ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে মাটিরাঙ্গা পৌর বিএনপি ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম, পলাশপুর সহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচার কার্যক্রম অনুষ্ঠান কর্যক্রম করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরার মাধ্যমে নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
প্রচারণায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর জনগনের ভোটাধিকার কেড়ে জনগণকে তার ব্যাক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমানের এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়।
© Deshchitro 2024