নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

                                ২২ অক্টোবর ২০২৫ রোজ বুধবার  সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, শুধুমাত্র বলপ্রয়োগ করে কোনো ছেলে বা মেয়েকে ভালো পথে আনা সম্ভব নয়। প্রথমত বাবা-মাকে সন্তানের প্রতি নজর দিতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে, কি করে,এসব বিষয়ে সচেতন হতে হবে। 

                      এ সময় সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খায়েরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম মনোয়ার হোসেন সুমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের  কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

                                          উক্ত সভায় বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পলাশ গড়ে তোলা সম্ভব।

               নির্বাহী কর্মকর্তা আরও  বলেন, নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র প্রশাসন একা কোনো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না।এর জন্য সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা অপরিহার্য।পরিবার থেকেই সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024