রংপুরের পীরগাছায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলা সদরের কদমতলী বাজারস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা হলরুমে তাদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের ‘অঞ্চল পরিচালক’ মাওলানা আব্দুল হালিম।

এতে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনঝুরী বেগমের নাম ঘোষণা করেন। এর আগে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। 

রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, জেলা মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, কাউনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, সেক্রেটারী অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুখ ও  পীরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির হাশেম আলী, দুই উপজেলার ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024