|
Date: 2025-10-19 21:56:19 |
ঢাকার ধামরাইয়ে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রাটি দলটির অস্থায়ী কার্যালয় ধামরাই ঢুলিভিটা থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার প্রায় ৮০ কিলোমিটার প্রদক্ষিন করে। পদযাত্রা শেষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন দলটির সদস্যরা।
-জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন -জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত, ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হাসান, খোদেজা খানম, উজ্জ্বল হোসেন ও উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ।
© Deshchitro 2024