শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপির উদ্যোগে শিক্ষার উন্নয়নে কমিটি গঠন ও সভা

 রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে নিজস্ব হলরুমে মুন্সিগঞ্জ ইউনিয়নের সার্বিক শিক্ষার উন্নয়নে আলোচনাসভা ও শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার(১০ জানুয়ারী) বিকাল ৩টায় মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে সভায় ইউপির সকল প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সুপারবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে আলোচনাসভায় ২১ সদস্য বিশিষ্ট শিক্ষা উন্নয়ন কমিটি গঠন সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভার সভাপতি বলেন ইউনিয় পরিষদ ১ম শিক্ষাকে,২য় কৃষি ও ৩য় যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী চার বছরের মধ্যে ইউপিতে শিক্ষার হার শতভাগ উন্নিত করা ও আইসিটিতে উন্নয়ন ঘটানো,ওয়ার্ড ভিত্তিক ইউপি সদস্যবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান সহ অন্যান্য বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা বলা হয়।

সভায় বক্তব্য রাখেন পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়,উনিশটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রতিনিধিবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপিতে শিক্ষার মান উন্নয়নে সভা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024