|
Date: 2025-10-15 01:02:48 |
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার মোঃ আক্কাস শেখের ছেলে মোঃ হৃদয় শেখ (৩০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাজবাড়ীর অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল পাংশা উপজেলার মাছপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হৃদয় শেখকে আটক করা হয়। পরবর্তীতে তার দখল ও হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
ডিবি পুলিশ জানায়, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024