|
Date: 2025-09-29 21:05:32 |
চাঁদপুরের কচুয়ায় জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার ২৯ সেপ্টেম্বর কচুয়া উপজেলার বিশ্বরোডে তৃপ্তি কমিউনিটি সেন্টারে দৈনিক নতুন আশা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো: আকাশ মিয়াজী'র সভাপতিত্বে কচুয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উলল্যাহ'র পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গঠন মূলক সমালোচনা আমি পছন্দ করি। মিথ্যা বানোয়াট গুজব সব সময় ঘৃণা করি। আমার অফিসের দরজা সবার জন্য খোলা, যে কোন মানুষ, আমার রুমে ঢুকতে পারবে, যে কোন বিষয় কথা বলতে পারবে।
আমি কচুয়াতে যোগাযোগ দান করার পর থেকে চেষ্টা করে যাচ্ছি কচুয়ার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার। কচুয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি। সেই অনুযায়ী কাজ চলছে। কচুয়া পৌরসভাকে পরিষ্কারও পরিচ্ছন্ন রাখতে অন্যত্র ময়লা ফেলার জায়গা করেছি।
বিশেষ করে আমি আশাবাদী আপনারা সাংবাদিকরা সত্যকে সত্য বলবেন, আর মিথ্যাকে মিথ্যা বলবেন। দৈনিক নতুন আশা পত্রিকা পাঠকের মনজয় করে বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।
পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কচুয়া, চাঁদপুর মো: আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম,
আমন্ত্রিত অতিথি কচুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো: আ: আলিম লিটন
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, কচুয়া প্রেসক্লাব এর সভাপতি মো: আতাউল করিম, কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: হাবিব উল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মো: আবুল হোসেন, কচুয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি মো: খোরশেদ আলম সিকদার, কচুয়া প্রেসক্লাব এর সহ- সভাপতি ডা: এ কে এম জাকির হোসেন বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন আবু হানিফ, দৈনিক নতুন আশা পত্রিকার পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
© Deshchitro 2024