শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামের গারো আদিবাসী পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, যুবদল নেতা আব্দুল মতিন তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও অর্থ আত্মসাৎ করেছেন। ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাঐবাধা গ্রামে তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। আয়োজিত সংবাদ সম্মেলনে নমুনা সাংমা লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আব্দুল মতিন দলবল নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। দলিলে ১৫ শতাংশ জমির মূল্য বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা লেখা থাকলেও কোনো টাকা তাদের দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিন্দা সাংমা ২ লাখ ৮০ হাজার টাকায় ১০ শতাংশ জমি কেনার জন্য জালাল উদ্দীনের সঙ্গে বায়নাপত্র করেছিলেন। কিন্তু জমির দাগ নম্বর ভুল হওয়ায় টাকা ফেরত চাইলে জালাল ফেরত দিতে টালবাহানা করেন। এসময় আব্দুল মতিন টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে বায়নাপত্র নিজের কাছে নেন। পরে তিনি জালালের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করলেও সেই অর্থ নিন্দা সাংমাকে না দিয়ে আত্মসাৎ করেন। অপরদিকে, ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল মতিন তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, ২৮ সেপ্টেম্বর রবিবার ২০২৫ তারিখে নমুনা সাংমা ও যমুনা সাংমা সংবাদ সম্মেলন করে যে অভিযোগ তোলেন তা সঠিক নয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024