|
Date: 2025-09-16 11:06:15 |
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুইগাছা ও গোবিন্দপুর গ্রামের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তায় চরম দুর্ভোগে রয়েছেন। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অথচ এসব জরাজীর্ণ রাস্তা সংস্কার না করে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া সুলতানার বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের ভয়াবহ অভিযোগ উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা পরিষদ থেকে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ আসলেও তা প্রকৃত ভাঙাচোরা রাস্তায় ব্যয় না করে মেম্বার রাবেয়া সুলতানা নিজের বাড়ি যাওয়ার মানিকতলা এলাকার তুলনামূলক ভালো রাস্তায় ব্যয় করছেন। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি জনগণের দুর্ভোগ অযথাই বেড়ে চলেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, বালুইগাছা ও গোবিন্দপুরের একাধিক ইটের রাস্তা ভেঙে খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদা ও পানিতে তলিয়ে যায়, ফলে পথচারী, বিশেষ করে শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন,
আমরা বছরের পর বছর ভাঙাচোরা রাস্তায় চলাচল করছি। কিন্তু মেম্বার ভালো রাস্তায় কাজ করছেন। এতে সরকারি অর্থ অপচয় হচ্ছে। আমরা দ্রুত জরাজীর্ণ রাস্তাগুলো সংস্কারের দাবি জানাই।
অভিযোগের বিষয়ে মহিলা মেম্বার রাবেয়া খাতুন বলেন,
আমার বাড়ির পাশের রাস্তায় ইট ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল, সেই কারণেই আমি মেরামতের উদ্যোগ নিয়েছি। তবে অভিযোগকারীদের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে অশালীন ভাষায় মন্তব্য করেন। বাস্তবে রাস্তায় ভাঙা ইটের তেমন কোন আলামত মেলেনি।
এ বিষয়ে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান,
এটা বড় সমস্যা না। আগামী বাজেটে সব রাস্তা সংস্কার করা হবে।
অন্যদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত না করলে জনগণের দুর্ভোগ কখনোই কমবে না। তাই দ্রুত অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
© Deshchitro 2024