টাঙ্গাইলের মধুপুরে বিদ্রোহ সাম্যের অমর কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস শনিবার ১৩ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ আগস্ট যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ১৯৭৬ সালের দিনে তিনি ঢাকায় মারা যান। প্রতি বছর তার প্রয়াণ দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মধুপুর উপজেলায় নজরুল একাডেমী উপজেলা শাখায় আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক  আব্দুলাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কায়ছার আহমেদ। আলোচনা শেষে প্রয়াত কবির জন্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সময় সংগঠনের অন্যান্য সদস্যসহ, শিল্পীবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুধীজন প্রমুখ।

নজরুল ছিলেন প্রেম, দ্রোহ আর সাম্যের কবি। একাধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। তিনি তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। কবিতা গানের পাশাপাশি তিনি উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প, শিশুসাহিত্য ইত্যাদি রচনা করেছেন। তার বিখ্যাত সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে- 'বিদ্রোহী', 'সাম্যবাদী', 'অগ্নিবীণা', 'বিষের বাঁশি', 'দোলনচাঁপা' ইত্যাদি।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য দুঃখ-কষ্টের মধ্য দিয়ে তার শৈশব কাটলেও তার প্রতিভা বিকশিত হয়েছিল সব বাধা পেরিয়ে। নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রেম প্রকৃতির সৌন্দর্যের কথাও তুলে ধরেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024