লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৩।

 হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন এর ছেলে আফাজ উদ্দিন(৪৫), মৃত সিরাজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০)ও মুড়িয়াউক ইউনিয়ন এর  সাতাউক গ্রামের হাসু মিয়ার ছেলে  জুয়েল মিয়া।থানা পুলিশ  সুত্রে জানা যায় মঙ্গলবার (২০ডিসেম্বর) দিবাগত রাতে লাখাই থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৩ কে গ্রেপ্তার করেছে। উপপরিদর্শক (এস আই) দেবাশিষ তালুকদার ও  উপপরিদর্শক(এস আই) বিপুল চন্দ্র সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে শিবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দীন(৪৫) ও মৃত সিরাজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) কে গ্রেপ্তার করে।  আসামী আফাজ উদ্দিনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমান অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারিক আদালত ও আসামী মোশারফ হোসেনের ১ মাসে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।  অপর এক অভিযানে  মঙ্গলবার (২০ডিসেম্বর)  দিবাগত রাতে উপ- পরিদর্শক ( এস আই) শৈলেশ চন্দ্র সাহা  সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সাতাউক গ্রামের হাসু মিয়ার ছেলে জুয়েল মিয়া  কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদের কে বুধবার (২১ ডিসেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।  আসামীদের গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়  নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024