|
Date: 2022-08-14 11:40:13 |
বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের অভিযানে ৫ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজার থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পার্শ্ববর্তী মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ রিজাউল শেখের ছেলে মোঃ হুসাইন শেখ (১৬), একই গ্রামের মোঃ ইসরাফিল শেখের ছেলে মোঃ মিরাজুল শেখ (২০), সোমাদ্দারখালী গ্রামের মোঃ সোবাহান হাওলাদারের ছেলে মোঃ ইসমাঈল হাওলাদার (২৮), ঠাকুরাইনতলা গ্রামের মোঃ ফরিদ হাওলাদারের ছেলে মোঃ শফিকুল হাওলাদার (২২) ও মাছুম হাওলাদার।
© Deshchitro 2024