বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের অভিযানে ৫ মাদক বিক্রেতা গ্রেফতার  হয়েছে।  শনিবার  সন্ধ্যায় উপজেলার  জিউধরা ইউনিয়নের  মাদ্রাসা বাজার থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পার্শ্ববর্তী মোংলা  উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ রিজাউল শেখের ছেলে মোঃ  হুসাইন  শেখ (১৬), একই গ্রামের মোঃ  ইসরাফিল  শেখের ছেলে মোঃ  মিরাজুল  শেখ  (২০), সোমাদ্দারখালী গ্রামের মোঃ  সোবাহান হাওলাদারের ছেলে মোঃ  ইসমাঈল  হাওলাদার (২৮), ঠাকুরাইনতলা গ্রামের  মোঃ  ফরিদ হাওলাদারের ছেলে মোঃ  শফিকুল  হাওলাদার (২২) ও মাছুম  হাওলাদার। 

 জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে ৫ ব্যক্তি  মাদক বিক্রি করতে এসেছে এমন

 গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মোরেলগঞ্জ থানার এস আই  মোশাররফ হোসেনের নেতৃত্বে এস আই মলয় কুমার  চক্রবর্তী, এস আই জয়ন্ত কুমার, এস আই  বিপ্লব  হোসেন,  এস আই  রাজন গাজী,  এস আই গৌতম মজুমদার  সঙ্গীয় ফোর্স নিয়ে  চালিয়ে  এ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।  এ সময় তাদের  কাছ থেকে প্রায় ৪ শ' গ্রাম গাঁজা, গাঁজা  বিক্রির  ১০ হাজার টাকা এবং  এ কাজে ব্যবহৃত  একটি লাল রংয়ের প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
এ ব্যাপারে মাদক আইনে মোরেলগঞ্জ  থানায় মামলা হয়েছে।  মোরেলগঞ্জ থানা পুলিশ  আসামীদের  রবিবার সকালে  আদালতে  প্রেরণ  করে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024