|
Date: 2025-05-27 07:37:00 |
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার(২৬ মে) সকালে মাগুরার শ্রীপুর উপজেলাতে তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভউদ্বোধন ঘোষনা করা হয়েছে।
মেলা উপলক্ষে সকালে ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা শিল্পকলার পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীপুরের সাবরেজিষ্ট্রার শুভ্রা রানী বাড়ৈই।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম ও শিক্ষার্থী তাজমীম কারীমসহ আরোও অনেকে।
আলোচনা সভা শেষে ভূমি-সম্পর্কিত ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা
© Deshchitro 2024