শেরপুরে ২০২৪ সালে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া ১৬০টি পরিবারকে ঘর হস্তান্তর করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 


সোমবার (২৬ মে) শেরপুরের ঝিনাইগাতি উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর প্রদান করা হয়।এসময় নসীহাহ পেশ করার প্রোগ্রামও পরিচালনা করা হয়।অনুষ্ঠানে নসীহাহ পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।


অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান আহমাদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের প্রধান মাহবুবুর রহমান সাজিদ। 


আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। মানবতার জন্য ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারকে ঘর দেওয়া হলো। 


ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা দিপঙ্কর হাজং বলেন, ‘বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও আপনাদের সহযোগিতায় এ ঘর পেয়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের মাথা গোঁজার ঠাঁই ফিরে পেয়েছি। এখন আমরা খুব খুশি।’ 


প্রসঙ্গত, ২০২৪ সালে সারা দেশের বন্যা দুর্গত বিভিন্ন জেলাতে মোট ১৫০০টি সেমিপাকা ঘর নির্মাণের উদ্যােগ হাতে নেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। সারা দেশের হিসেব অনুযায়ী, যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৮ হাজার ৯৭০টি পরিবারকে নগদ ৩০ কোটি ১৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১০০টি অটোমিশুক প্রদান দেয়া হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024