৫ দফা দাবি নিয়ে “মোংলা বাঁচাও”আন্দোলন
মোংলা প্রতিনিধিঃ

মোংলার পশুর চ্যানেলের নাব্যতা সংকট নিরসন, খানজাহান আলী বিমানবন্দর চালুসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে একটি অরাজনৈতিক সংগঠন “মোংলা বাঁচাও”।সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টায় পৌর মার্কেট চত্বরে মোংলা বাঁচাও (একটি অরাজনৈতিক সংগঠন)’র ব্যানারে মানববন্ধনে এ দাবি তুলে ধরেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোল্যা রহমাতুল্লাহ।

এসময় প্রধান সমন্বয়ক মোল্যা রহমাতুল্লাহ বলেন, ৫ই আগষ্টের পর আমরা দেখছি দক্ষিণ বঙ্গের এই মোংলা বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা থাকতে মোংলা বন্দর নিয়ে কেউ ছিনিবিনি করবে, ষড়যন্ত্র করবে সেটা হতে পারেনা। দীর্ঘ ৩৩ বছর মানুষকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। একটি পরিবারের কাছে আমরা জিম্মি ছিলাম, সেই জিম্মি দশা থেকে আজ আমরা মুক্ত। ৩৩ বছর বপন করা ষড়যন্ত্রের বীজ আমরা এখনো সমুলে তুলতে পারি নাই। সেই বীজ থেকে মোংলা বন্দরকে অচল করার ষড়যন্ত্র চলছে। আমরা বেঁচে থাকতে তা হতে পারে না।

তিনি আরো বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা রাজপথে নেমে যুদ্ধ করে জয়ী হয়েছি। মৃত্যুর ভয় আমরা পাই না। মৃত্যুর পরোয়া আমরা করি না। আমাদের বিপ্লব শেষ হয়ে যায়নি।

পাঁচ দফা দাবি:

১/ ঘোষিত সময়ের মধ্যেই পশুর চ্যানেলের নাব্যতা সংকট নিরসন, মোংলা বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতার সমাধান এবং শুল্কায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আমদানি-রপ্তানির কমপক্ষে ৪০ শতাংশ বাণিজ্যে মোংলা বন্দরের ব্যবহার নিশ্চিত করতে হবে।

২/ খানজাহান আলী বিমানবন্দর চালু, মোংলা ইপিজেড সম্প্রসারণ, মোংলা-খুলনা ও ঢাকা-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করণ ও মোংলা নদীতে সেতু নির্মাণের কাজ অতিদ্রুত সম্পন্ন করতে হবে।

৩/ মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের অতীত সকল পাওনা পরিশোধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল সুযোগ-সুবিধা প্রদান করে শ্রমিক অসন্তোষ দূর করতে হবে।

৪/ জনপদের বেকারত্ব সমস্যা দূর করতে মোংলায় কারিগরি বিশ্ববিদ্যালয় স্হাপন, সু-চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল নির্মাণ, সুপেয় পানির সরবরাহ ও আবাসন সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৫/ বিগত সময়ে মোংলা বন্দর, পশুর চ্যানেল, ঘোষীয়াখালী চ্যানেল ও মোংলা ইপিজেড উন্নয়ন প্রকল্পে দূর্ণীতির সাথে জড়িত সকল ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি বন্দর ও শিল্পএলাকার সকল প্রকার সিন্ডিকেট, চোরাকারবারি ও চাঁদাবাজি বন্ধ করে ইতিবাচক ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা বাঁচাও এর যুগ্ম সমন্বয়ক মাহফুজুর রহমান (বন্দর কর্মচারী নেতা), যুগ্ম সমন্বয়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম সমন্বয়ক আবু হাসান, যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ শেখ, শ্রমিক নেতা আখতার হোসেন, শ্রমিক নেতা সেলিম, শ্রমিক নেতা সাগর প্রমুখ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024